আজকাল ওয়েবডেস্ক: ঠোঁটের অলঙ্কার কিনতেই হবে। ব্যাস। গয়না কেনার তাড়াহুড়োয় মেয়ে মায়ের কোটি টাকার গয়না বিক্রি করে দিল মাত্র ৬৮০টাকায়। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই মাথায় হাত নেটিজেনদের।
ঘটনাস্থল সাংহাই। সেখানের এক তরুণী এই কাজ করেছেন। নিজের পছন্দের অলঙ্কার কিনতে প্রয়োজনীয় টাকা ছিল না তাঁর কাছে। কী করা? চুপিচুপি বাড়ি থেকেই চুরি করেন মায়ের বহুমূল্য গয়না। খুব কম টাকায় বিক্রি করে দেন সেসব।
ঘটনা প্রকাশ্যে আসে, যখন ওই তরুণীর মা উপনাম ওয়াং, পুতুও পাবলিক সিকিউরিটি ব্যুরোর ওয়ানলি থানায় চুরির বিষয়টি জানান।তখনই জানতে পারেন, তাঁর মেয়েই এই কাজ করেছেন। লি তাঁর মায়ের যেসব গয়না বিক্রি করে দিয়েছেন, সেগুলি যে বহুমূল্য, সেই ধারণাই ছিল না মেয়ের। যদিও তদন্তে নেমে পুলিশ ওই গয়নাগুলি উদ্ধার করেছে।
পুলিশ প্রথমেই যে দোকানে ওই বিশেষ দিনে গয়নাগুলি বিক্রি হয়েছিল, সেখানে যোগাযোগ করে। দোকানেই মালিককে থানায় ডেকে জিজ্ঞাসবাদ করা হয়। তারপর দোকানের সিসিটিভি ফুটেজ থেকে সত্য উদঘাটন করে।
ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ বলছেন, যদি এই পরিবারের কোটি কোটি টাকার গয়না রয়েছে, তাহলে কেন মেয়েকে সামান্য হাতখরচ দেয় না?
